প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ
রূপগঞ্জে ৩১২ বোতল বিদেশি মদ উদ্ধার

গত রবিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাওনা এলাকা থেকে ৩১২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
জানা যায় রবিবার দুপুর দুইটায় মাওনা এলাকার সুরুজ হাজির আমবাগানে জামির মিয়া ও আরমান মিয়া নামে দুই ব্যক্তি বিদেশী মদ বিক্রি করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আতাউর রহমান সজিব এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে জামির মিয়া ধরা পরলেও আরমান মিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান সজিব বলেন, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.