
ডেস্ক রিপোর্ট :

বিশ্ব ইজতেমা আয়োজনে দুই পক্ষকে সুহৃদপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ইজতেমা ময়দানে সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমার দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ইজতেমা সম্পন্ন করে দুপুরের আগেই প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছে ইজতেমার মাঠ বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শীর্ষ মুরব্বীদের মতবিরোধের কারণে এবারও ইজতেমা অনুষ্ঠিত হবে দু’দফায়। প্রথম দফায় মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দফা।