
ডেস্ক রিপোর্ট :
বরিশালে আগামী বুধবার ৩১ শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী ‘জাতীয় পিঠা উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা কলা একাডেমি বরিশালের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি চত্তরে এই উৎসব অনুষ্ঠিত হবে।
মেলা প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ষ্টল বরাদ্দের জন্য আহ্বান করা হয়েছে। ষ্টল বরাদ্দ নিতে আগ্রহীদের ০১৭১৯৯৭২১০৮ এই নম্বর যোগাযোগ করতে বলা হয়েছে।
আয়োজকরা আশা করছেন এবারের পিঠা উৎসবে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রকমের পিঠা নিয়ে অনেক স্টল নিয়ে বসবেন পিঠাশিল্পীরা। মেলায় পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রয় করা হবে। এই পিঠা উৎসবে ভিন্ন রকম স্বাদ যেমন-পাটিসাপটা, পোয়া, মালপোয়া, হরেক রকমের পুলিপিঠা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, ফুল পিঠা, ঝাল পিঠা, সন্দেশ, ঝিনুক পিঠা, ক্ষীর কুলি, তেলের পিঠা, জামাই পুলি, তিল পনির, মোরগ পিঠা, সুন্দরী পাকন, মালাই পিঠা, পাতা পিঠা, রসফুল ও লবঙ্গ পিঠা বসবেন বলে আয়োজকরা আশা করছেন।