
ডেস্ক রিপোর্ট :
আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় রাজধানীর মতিঝিল এলাকায় দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। গতকাল শনিবার বরিশাল বিভাগ সমিতির কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ব্যাংকার মো. আবদুছ ছোবাহান, সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র বিশ্বাস, সহসভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাবেক অতিরিক্ত সচিব শামসুল আরেফিন, আইন সম্পাদক ও জেলা জজ আবদুল আউয়াল, রাজউকের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ভোলা সমিতির সাবেক সভাপতি ও সমিতির সহ সভাপতি আবুল কাশেমসহ কার্যকরী পরিষদের ২৮ জন কর্মকর্তা ও নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।