
মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে কাভার্ডভ্যান ও পিকআপসহ ‘রজনীগন্ধ্যা’ নামের ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে আনোয়ারুল ইসলাম দোলন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাই। খবর পেয়েই আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়া ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরিরা ঘটনা স্থলের দিকে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আাগে, রজনীগন্ধা নামের ওই ইউটিলিটি ফেরি তীরে ভিড়তে এসে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকার্য চলমান রয়েছে।
ডিআই/এসকে