
নতুন মন্ত্রী সভায় যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ব্যস্ততা বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তবে ব্যস্ততা কমাতেই হয়তো ছাড়লেন একটি পদ। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন পাপন।
রবিবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের পর বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী পরিষদে যোগদানের জন্য তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পাওয়ার ফলে বেক্সিমকো ফার্মার এমডি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
এর আগে ২০০৯ সালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন বিসিবি বস পাপন। অনেকে পাপনের বিসিবির সভাপতির দায়িত্ব থেকেও সরে যাওয়ার আশা করছেন। যদিও সেটা এখনই সম্ভব নয় বলে জানিয়েছেন পাপন নিজেই।