
শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম সনিয়া আক্তার হাসি।
রবিবার ( ১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম শামীম।
তিনি বলেন, এসআই কবির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ হোন্ডা মোবাইল ডিউটি করাকালীন তথ্য পান, শনির আখড়া এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শনির আখড়ার শনি মন্দির সংলগ্ন কলিকাতা হারবাল দোকানের সামনে পাকা রাস্তার উপর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাঁজাসহ সনিয়া আক্তার নামের এক নারীকে গ্রেফতার করেন। এ সময় নারী পুলিশের সহায়তায় তার হেফাজত থেকে ছয় কেজি গাঁজা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত একটি আইফোন জব্দ করা হয়।
কদমতলী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ডিআই/এসকে