
আজ ১৪ ই জানুয়ারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ভর্তিকৃত (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীন বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এ. ওয়াই, এম জিয়াউদ্দীন আল মামুন (যুগ্ম সচিব) মহাপরিচালক (রুটিন দায়িত্বে) কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ইসরাইল হোসেন (উপসচিব), পরিচালক, আন্চলিক পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী ড. মো: রুহুল আমিন।অধ্যক্ষ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট।
ইনস্টিটিউট খেলার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।