ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে স্বামী-স্ত্রীর রমরমা ইয়াবা কারবার,গ্রেফতার ১
পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বোদা উপজেলা প্রেসক্লাবের হকিকুল ইসলাম সভাপতি ও লিহাজ উদ্দীন মানিক সম্পাদক
সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাপ-চাচার বাড়িতে আবারো আগুন
বাগমারায় মোহনগঞ্জ কওমী মাদ্রাসার আয়োজনে ইসরাইল বিরোধী মানববন্ধন ও পণ্য বর্জণের ডাক
বাইক সার্ভিসিংয়ের দোকানে শিশুর পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা,আটক ১
নাজিরপুরে ফিল্মি স্টাইলে অস্ত্রের মহড়া; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ১১
বাড্ডায় ১১ লাখ টাকা চুরি,কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩
ছিনতাই করতে গিয়ে খুন, গ্রেফতার ২
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোলবাদনের মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন
অস্ত্র মামলায় ঝালকাঠি ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনের ১৪ বছরের সাজা, কারাগারে পাঠানোর নির্দেশ
নবীনগরে ধর্ষিতাকে মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি
সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন

ব‌স্তি থে‌কে বের হওয়ার রাস্তা ছিল না:ডিএম‌পি ক‌মিশনার

অ‌গ্নিকা‌ণ্ডে পোড়া ব‌স্তি‌টির বড় যে সমস‌্যা‌টি ছিল সেটা হ‌চ্ছে এখান থে‌কে বেড় হওয়ার মতন ঠিক তেমন কোন রাস্তা নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পি ক‌মিশনার হা‌বিবুর রহমান।

শ‌নিবার ( ১৩ জানুয়ারি ) রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন আগুনে পোড়া মোল্লাবাড়ি বস্তি প‌রিদর্শন শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

হা‌বিবুর রহমান ব‌লেন, এখানে প্রায় ৩০০ পরিবার বাস করে। বসবাসরত বে‌শিরভাগ পরিবারই কারওয়ান বাজা‌রে মাছ কা‌টে। গ‌ভির রা‌তে এখা‌নে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌ে‌টে। এরপর জানাজা‌নি হ‌লে ফায়ার সা‌র্ভিসে খবর দি‌লে ফায়ার সা‌র্ভিসের ক‌য়েকটা টিম এখা‌নে এ‌সে দীর্ঘ সময় চেষ্টা ক‌রে পো‌নে ৪টার দি‌কে আগুন নিয়ণ্ত্রনে আ‌নে। এই আগু‌নের যে ভয়াবহতা এ‌তে দুইজন ঘটণাস্থ‌লে নিহত হন। এছাড়া আরও দুইজন হাসপাতা‌লে র‌য়ে‌ছেন এ‌দের ম‌ধ্যে একজন শিশু এবং একজন ম‌হিলা।

তি‌নি ব‌লেন, আমরা এখা‌নে যতটুকু দে‌খে‌ছি ‌সেটা অ‌গ্নিকা‌ণ্ডের যে কারন সেটা সুস্পষ্ঠভাা‌বে নির্ধারন করা যায়‌নি। ফায়ার সা‌র্ভিস সেটার সম্প‌র্কে তা‌দের তদন্ত রি‌পোর্ট দি‌তে পার‌বেন। এটা তদ‌ন্তের পর বোঝা যা‌বে এটা কোন নাশকতা না‌কি অসতর্কতামূলক কার‌নে না‌কি বৈদ‌্যতিক শর্ট সা‌র্কিটের ঘ‌টে‌ছে সেটা আমা‌দের তদন্ত শে‌ষে বে‌ড়ি‌য়ে আস‌বে।

তি‌নি ব‌লেন, এই ব‌স্তির মা‌লিকানা নি‌য়ে আমরা জানার চেষ্টা ক‌রে‌ছি। পার্শবর্তী বা‌ড়ির একজন মা‌লিক এই ব‌স্তির মা‌লিক। ব‌স্তি আকা‌রে ঘড় ক‌রে এখা‌নে তি‌নি ভাড়া দি‌চ্ছি‌লেন। এখা‌নে বড় যে সমস‌্যা‌টি ছিল সেটা হ‌চ্ছে এখান থে‌কে বেড় হওয়ার মতন ঠিক তেমন কোন রাস্তা নেই। এই ব‌স্তির এটাই ছিল সব থে‌কে বড় সমস‌্যা।

নিহত‌দের প‌রিচয় পাওয়া প্রস‌ঙ্গে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, নিহত‌দের প‌রিচয় স্পস্টভা‌বে জানা যায়‌নি। কারন যারা পু‌ড়ে‌ছে তারা এমন ভা‌বে পু‌ড়ে‌ছে তা‌দের শনাক্ত করা সম্ভব হয়‌নি। ত‌বে দুইজন নি‌খোঁজ আ‌ছে ধারনা করা হ‌চ্ছে যারা নি‌খোঁজ আ‌ছে তারাই হয়‌তো এই দুইজন।মির‌দেহ দু‌টি থে‌কে আমরা ডিএনএ সংগ্রহ ক‌রে‌ছি। যে দুইজনকে খু‌জে পাওয়া যা‌চ্ছে না তা‌দের প‌রিবা‌রের সদস‌্যদের ডিএনএ এর স‌ঙ্গে মি‌লি‌য়ে দেখা হ‌বে নি‌খোঁজ ব‌্যা‌ক্তিরাই এই দুইজন কিনা।

ব‌স্তির মা‌লিক দায় এড়া‌তে পা‌রেন কিনা? তার বিরু‌দ্ধে কোন ব‌্যবস্থা নেওয়া হ‌বে কিনা এমন প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, এ‌টি তদন্তসা‌পে‌ক্ষে বোঝা যা‌বে। এই ব‌স্তির সব‌কিছু স‌ঠিক ভাা‌বে ছিল কিনা সেটা তদন্তসা‌পে‌ক্ষে দেখার পর বলা যা‌বে তার বিরু‌দ্ধে কি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এর আ‌গে গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সে সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে বলে জানি‌য়ে‌ছি‌লেন তেজগাঁও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন।

তিনি ব‌লে‌ছি‌লেন, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে বস্তিতেে আগুন লেগেছে। এতে দু’জন নিহত হয়েছেন, এছাড়াও দুই জন দগ্ধ হয়েছেন, তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ