ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কবরস্থান দখল করে দালান নির্মাণের অভিযোগ
দৈনিক খবরের আলোর অফিসের সামনে সন্ত্রাসীদের মহড়া
ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক

স্বাধীনতার ৫২ বছর পর মন্ত্রীত্ব পেল নান্দাইলবাসী

স্বাধীনতার পরবর্তী সময়ে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেখার দীর্ঘদিনের স্বপ্ন লালন করতো নান্দাইলের জনগণ। অবশেষে স্বাধীনতার ৫২ বছর পর মন্ত্রীত্বের পদ পেল নান্দাইলবাসী। একজন দক্ষ, সৎনিষ্ঠাবান ও যোগ্য প্রার্থী হিসাবে তৃতীবারের মতো নির্বাচিত নৌকার মাঝি নান্দাইল উপজেলা
আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মন্ত্রী হিসাবে বৃহস্পতিবার মন্ত্রীসভায় শপথ গ্রহন করেন। ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী মেজর জেনারেল অব: আব্দুস সালামকে মন্ত্রী পদে উন্নিত তথা সম্মান প্রদান করায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠন,আওয়ামী পরিবার সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বুধবার সংবাদ মাধ্যমে মন্ত্রীত্ব পাওয়ার খবর শোনে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ, আতশ বাজি ও আনন্দ মিছিল করে। নান্দাইলের সর্বস্তরের জনগণের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আমাদের নেতা মেজর জেনারেল অব: আব্দুস
সালাম সাহেবকে মন্ত্রীত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া বর্তমান ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভ‚ইয়া, রফিকুল ইসলাম রেণু ও এড. আসাদ্দুজ্জামান নয়ন বলেন, নান্দাইলবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনে নান্দাইল তথা বাংলাদেশের উন্নয়ন এবার বহুধাপ এগিয়ে যাবে। প্রবীণ শিক্ষক আলী আফজাল খান, বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুল ওয়াদুদ ভূইয়া, নান্দাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এড. হাবিবুর রহমান ফকির ও প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ একমত পোষন করে বলেন, নান্দাইলবাসী যোগ্য নেতা নির্বাচিত করায় ফলসরূপ প্রধানমন্ত্রীর এ উপহারে আমরা নান্দাইলবাসী খুব গর্বিত। উল্লেখ্য- মেজর জেনারেল অব: আব্দুস সালাম সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি ব্রাজিলের রাষ্ট্রদূত হন।
পরবর্তীতে ১৯৯৬ সনে তিনি আওয়ামীলীগে যোগ দিয়ে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এমপি পদে জয় লাভ করেন। ২০০১ সনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও পরবর্তীতে ২০০৮ ও
সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর সাবেক প্রধান, সাবেক রাষ্টদূত, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র সাবেক চেয়ারম্যান, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য ও ২০২৩ সনে পুনরায় নান্দাইল উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নির্বাচিত হন।১৯৯৬ সন থেকে অদ্যবদি পর্যন্ত তিনি তৃণমূল আওয়ামীলীগকে সুসংগঠিত করে আ’লীগের হাল ধরে রেখেছেন।

শেয়ার করুনঃ