
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভা আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) বেলা আড়াইটায় আয়োজিত জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশেপাশের এলাকায় ভিভিআইপি যাতায়াত শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার রোড ডাইভারশনের নির্দেশনা জানিয়েছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ।
ফলে এসব এলাকা রোডসমূহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে নগরবাসীকে।
বুধবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য জানান।
ডিএমপির নির্দেশনায় সম্ভাব্য ডাইভারশন পয়েন্টগুলো হলো:
১. কাঁটাবন ক্রসিং
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
৩. মৎস্য ভবন ক্রসিং
৪. দোয়েল চত্ত্বর ক্রসিং
৫. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার
৬. জগন্নাথ হল ক্রসিং
৭. ভাস্কর্য ক্রসিং
৮. ভিসি বাংলো ক্রসিং
অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়িসমূহ পার্কিংয়ের স্থান হলো:
মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্ত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।
ডিআই/এসকে