
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ১লক্ষ ৯৩ ৭১৫ হাজার ভোট পেয়ে রাতে বেসরকারিভাবে জয়লাভ করেন বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী।
৭ জানুয়ারী (রোজ রবিবার) সারাদেশের ন্যায় দ্বীপ উপজেলা হাতিয়ায় সকাল থেকেই ভোট গ্ৰহন শুরু হয়।উক্ত উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ ৯৬ কেন্দ্রে এই ভোট গ্ৰহন শুরু হয়ে বিকে ৪টায় শেষ হয়।পরে উপজেলা হলরুমে সন্ধ্যার পর থেকে একের পর এক সকল কেন্দ্রের ফলালফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। হাতিয়া দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬ কেন্দ্রের ফলাফল, মুসফিকুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে- ৫৯৩৬ভোট, মুজাম্মেল হক,ছড়ি প্রতিক নিয়ে-৪৭৩৫ভোট ও আলহাজ্ব মোহাম্মদ আলী, নৌকা প্রতীক নিয়ে ১৯৩৭১৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়ায় মোট প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী। মোঃ মুসফিকুর রহমান, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক, মুক্তি যোদ্ধা সংসদ থেকে মোঃ মোজাম্মেল হক, ছড়ি প্রতিক ও আলহাজ্ব মোহাম্মদ আলী আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে অংশ গ্ৰহন করেন।
দ্বীপ উপজেলা হাতিয়ায় মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ১৫ হাজার ১শত ৩২জন।