ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে বিদ্যালয় মাঠে হাট বসানোর পাঁয়তারা
খুলনায় যৌথ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি আটক
সারা দেশের ন্যায় মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথমদিনের পরীক্ষা
নোয়াখালীতে কিশোর চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নৌপথে ৭ দিনের অভিযানে ৩ ড্রেজার জব্দ,আটক ১৭২
নড়াইলে ছাত্র আন্দলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে
বিপুল উৎসাহ উদ্দিপনায় কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঘোড়াঘাটে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারী ‘আরজন ‘গ্রেফতার
শিক্ষা বিষয়ক বিশেষ প্রবন্ধ: শিক্ষার্থীদের জীবন গঠনে শৃঙ্খলাবোধ
পাঁচবিবিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে ১ হাজার ৮’শত কৃষককে বিনামূল্যে প্রনোদনার সার ও বীজ বিতরণ
চৌমুহনীতে হাজী কাচ্চি বিরিয়ানি হাউজের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
কালিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা সহ আটক ৬
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে অর্ধগলিত এক আনসার সদস্যদের লাশ উদ্ধার

দশমিনায় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পটুয়াখালীর দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অন্য মামলার আসামি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (৪৫) কে গ্রেফতার ও অগ্নিসংযোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেসাবাদ করেছেন থানা পুলিশ। শুক্রবার দিবাগত ভোর রাতে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামি নজরুল ইসলাম মোল্লা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. সেকান্দার আলী মোল্লা ছেলে।

থানা পুলিশ এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ভোর রাতের দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেট কক্ষে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের ডাক চিৎকারে এলাকার মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্কুলের বিদ্যুৎবোর্ড, দরজা, টিনসেট বেরাসহ বেঞ্চ ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা নাজ নীরা এবং দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার ।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, শাহ কেরামতি সরকারি প্রথমিক বিদ্যালয়টি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। এ কেন্দ্রে ২ হাজারের ৪শ’ ভোট রয়েছে। নির্বাচনের আগে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের আগুন দেয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনের জের ধরে স্কুলে অগ্নি সংযোগ করতে পারে। অথবা চলমান বিএনপি—জামায়াতের অসহযোগ কর্মসূচীকে কেন্দ্র করে নির্বাচন বানচালের জন্য ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়ার চেষ্টাও হতে পারে।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আলম খোক জানান, রাতের আধারে কে বা কাহারা এঘটনা ঘটাইছে তা জানিনা। তবে থানার একটি সাধারন ডায়রি করবো।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, অন্য মামলার আসামি নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার ও স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
এবিষয়ে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা নাজ নীরা জানান, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আর সন্দেহ ভাজন নজরুল ইসলাম মোল্লা নামের একজনকে আটক করা হয়ে।

শেয়ার করুনঃ