
ঘোড়াঘাটে নৌকা প্রতীকের র্নিবাচনী পথসভা করছেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনের দিনাজপুর
৬ (ঘোড়াঘাট,বিরামপুর,নবাগঞ্জ ও হাকিমপুর) আসনের
আওয়ামীলীগের মনোনীত র্প্রাথী শিবলী সাদিক এমপি।
মঙ্গলবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের
রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ পথ সভা
অনুষ্ঠত হয়। নৌকার র্নিবাচনী পথসভাটি জন সমুদ্রে পরিণত
হয়।পথসভায় সাবেক ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যন কাজী শুভ রহমানের সভাপতিত্বে ও সিংড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি সৈয়দ মাহবুবার রহমান হিরকের
সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নৌকার মাঝি
শিবলীসাদিকএমপি।নৌকার মাঝি শিবলী সাদিক এমপি বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং র্স্মাট বাংলাদেশ
বির্নিমানে জননেত্রী শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকা
প্রতিকে ভোট দিয়ে সরকার গঠনের আহবান জানান।তিনি
আগামী ৭ জানুয়ারী র্নিভয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত
নারী পুরুষ ও সর্মথকদের আহবান জানিয়ে উন্নয়নের ধারাকেঅব্যাহত রেখে র্স্মাট বাংলাদেশ বির্নিমানে দলমত
র্নিবিশেষে পূণরায় নৌকা প্রতিককের বিজয় নিশ্চিত করার
আহবান জানান। এ সময় নৌকা র্মাকার স্লোগানে স্লোগানে
মুখর হয়ে উঠে র্নিবাচনী পথসভামাঠ।পথসভায় প্রধান বক্তা
হিসেবে বক্তব্য নাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ
শহিদুল ইসলাম আকাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সবুলাকীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন প্রধান,ঘোড়াঘাট পৌর আওয়ামলীগ সভাপতি মোঃ ইউনুছ আলী মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু,পৌর আওয়ামীলীগ নেতা মোঃ রাহাত আহম্মেদ,তাফসিরুল আলম সেলিম,রেজওয়ান আহম্মেদ,পালশা ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম,বুলাকীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ রহমান, পালশা ইউনিয়ন আওয়ামীঅলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুল হামিদ, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ মান্নান
মন্ডল,ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ
আনারুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জালু,নিরুপ সাহা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিজুও আরোও অনেকে।
এতেউপজেলা,ইউনিয়ন,ওর্য়াডআওয়ামীলীগ,যুকবলীগ,ছাত্রলী
গ ও সহযোগী ◌্অঙ্গ সংগঠণের তো র্কমী উপস্থিত ছিলেন।
পথসভায় বুলাকীপুর ইউনিয়ন,পালশা ইউনিয়ন,সিংড়া
ইউনিয়ন,ঘোড়াঘাট ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ঘোড়াঘাট
পৌরসভার ৯টি ওর্য়াডের প্রায় ১০ লক্ষাধিক জন সাধারণের
সমাগম ঘটে। পথ সভাটি মুর্হুতের মধ্যে জন সমুদ্রে পরিণত
হয়।