
পটুয়াখালী প্রেস ক্লাবের চার সদস্য’র একইদিনে জন্মদিন পালনে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার রাতে পটুয়াখালী প্রেস ক্লাবে তাদের জন্মদিনের এ কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ জাফর খান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া,মোঃ জাকির হোসেন ও সদ্যবিদায়ী সভাপতি স্বপন ব্যার্নাজী সহ পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা।
উক্ত সময় যাদের জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তাঁরা হলেন,বিটিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল,
যমুনা টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয়, দৈনিক নতুন সময় এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ আতিকুল আলম সোহেল ও এখন টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির।