
জামালপুর- ৩(মেলান্দহ মাদারগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মির্জা আজম এর পক্ষে হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও ৮ নং ওয়াডের কাউন্সিলর মোঃ আমিনুর ইসলাম বাবর আলীর নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজরাবাড়ি পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম (বাবু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -হাজরাবাড়ি পৌরা আওয়ামী লীগের কৃষি ও সমবায়ু বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন লাজু, হাজরাবাড়ি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জাকিরুল ইসলাম সজিব, ৮ নং ওয়াড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ নুরনবী,৮ নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হাজরাবাড়ী পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল মোল্লা, ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মিনহাজ প্রমূখ।
এছাড়াও ৮ নং ওয়ার্ড়ের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমিনুর ইসলাম বাবর আলী বলেন-আমি আমার নিজ উদ্যোগে এই নৌকা মার্কার মিছিলের আয়োজন করি, আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিব ও নৌকার বিজয় সুনিশ্চিত করবো।