
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় চরগরবদী মৌজার চরে অবৈধভাবে গড়ে ওঠা ইটের ভাটা উচ্চ আদালতের র্নিদেশে মের্সাস হাওলাদার ব্রিকস নামের ইটভাটা শুঁডি়য়ে দিয়েছে প্রশাসন। উপজেলা র্নিবাহী র্কমর্কতা অনামিকা নজরুল ইটভাটার আংশিক ধ্বংস এবং বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার র্নিদেশ দেয়। এ নিয়ে একই ইটভাটা কয়েক বছরের ব্যবধানে তিন তিনবার ভাঙল ভ্রাম্যমাণ আদালত। মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী মৌজার চড়ে বন্দবস্ত জমিতে বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান হাওলাদার অবৈধ ইটভাটাটি র্নিমাণ করে ব্যবসা করে আসছিল র্দীঘদিন।