
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্য সহিংসতার ঘটনায় নৌকার তিন সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত নৌকার সমর্থক কবির মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া খোকন মিয়া ও ইয়াসিন নামে অন্যদুজন নান্দাইল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে আহত খোকন মিয়ার ভাই আলম মিয়া নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, রাত দেড়টার দিকে আচারগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নৌকার নির্বাচনী অফিস থেকে প্রচারণা কাজ শেষে বাড়ি যাওয়ার পথে চাঁনপুর কাচাঁ রাস্তায় পুরহরি গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র খোকন মিয়া, লাল মিয়ার পুত্র ইয়াসিন ও কবির মিয়ার উপর একই গ্রামের বর্তমান ইউপি সদস্য সালাউদ্দিন গোলাপ, জাহাঙ্গীর, খাইরুল ইসলাম, সাব্বির,রিপন,কবির ও গারুয়া গ্রামের টিপু মিয়া অতর্কিতে হামলা চালিয়ে মারপিট করে। এতে করে কবির মিয়ার দুটি দাত ভেঙ্গে যায় ও ডান চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া খোকন মিয়া ও ইয়াসিন মিয়া গুরুতর আহত হয়। তবে ঈগল প্রতীকের সমর্থকদের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন আহতদেরকে নান্দাইল উপজেলা হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার কবির মিয়াকে মমেক হাসপাতালে রেফার্ড করেন। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে দুটি অভিযোগ পত্র হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত
করে ব্যবস্থা নেওয়া হবে।