
ময়মনসিংহের নান্দাইলে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের কর্মী সাবেক ছাত্রলীগ নেতা মো. সাদেক হোসেন ভ‚ইয়াকে পিটিয়ে আহত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সাদেক হোসেন ভ‚ইয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামে। এ ঘটনায় মোবারক হোসেন নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। এজাহার সূত্রে জানাগেছে, আহত ছাত্রলীগ নেতা গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের মো. আবুল হোসেন ভ‚ইয়ার পুত্র। গত বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ও লিফলেট নিয়ে মোটরসাইকেলযোগে কান্দিউড়া গ্রামে যাওয়ার সময় পথিমধ্যে পথরোধ করে অতর্কিতভাবে তাঁর উপর হামলা চালায় একদল নৌকার সমর্থক। নৌকার সমর্থকরা নৌকার বৈঠা ও প্লাস্টিক পাইপ দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এসময় তাঁর ডাকচিৎকারে স্থানীয় লোকজন আহত সাদেক হোসেন ভ‚ইয়াকে প্রথমে নান্দাইল উপজেলা স্বস্থ্য কমপ্লে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মমেক হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ঘটনায় নৌকার সমর্থক গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের মৃত শামছুদ্দিনের পুত্র বর্তমান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়নকে হুকুমের আসামী, পন্ডিতপুর গ্রামের মৃত মুক্তার হোসেনর পুত্র মোশারফ হোসেন, মোবারক হোসেন ও সুরাশ্রম গ্রামের শহিদ মিয়ার পুত্র মনোয়ার হোসেন মন্টু সহ আরো ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনের নামে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন বলেন,আমি আমার ইউনিয়নে নৌকার অফিস উদ্বোধন করে বাড়ি যাওয়ার সময় রাস্তায়লোকজনের ভিড় দেখতে পাই। এসময় দেখি মোটরসাইকেলের নিচ
থেকে একটি লোককে উঠানো হচ্ছে। পরে তাকে সকলের সহযোগীতায় হাসপাতালে পাঠাই। এটা কি দূর্ঘটনা নাকি ষড়যন্ত্র সেটা আমি জানিনা। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।