
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হযরত আলী বিপ্লব ওয়াসীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ওয়াসীর নিজ গ্রাম উপজেলার মিনাবাজার (রুপার খামার) থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। কুড়িগ্রাম সদর থানার নাশকতার একটি মামলায় ওয়াসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।গ্রেফতার হযরত আলী বিপ্লব ওয়াসীর স্ত্রী মৌরিন সরকার বলেন, ‘রাত ১০ টার দিকে বাড়ির পাশ থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু কী অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আমরা পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছি।’
‘ আমার স্বামীর নামে কোনও মামলা নেই। তিনি বিএনপির রাজনীতির সমর্থক হলেও রাজনীতিতে সক্রিয় নন’, মামলা ও রাজনীতি সংশ্লিষ্টতা প্রশ্নে বলেন মৌরিন।