ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

বিজিবি দিবস উপলক্ষে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড

বর্ডার গার্ড বাংলাদেশ এর বিজিবি দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০-ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাংলাবান্ধা আইসিপি এবং ১৭৩ ব্যাটালিয়ন বিএসএফ এর অধীনস্থ ফুলবাড়ি আইসিপির বিজিবি দিবস উদযাপন’কে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) লেঃ কর্নেল মোঃ জুবায়েদ হাসান, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট, ১৭৬ ব্যাটেলিয়ন বিএসএফ, শিলিগুড়ি। এছাড়া অনুষ্ঠানে বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।

অতিথিদের আগমনের পর ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। প্যারেড শেষে প্রধান অতিথি অধিনায়ক পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) ও কমান্ড্যান্ট ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফ বিজিবি ও বিএসএফ কন্টিজেন্টের সাথে ফটোশেসনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজিবি দিবসকে স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে অধিনায়ক বক্তব্য প্রদান করেন। এ ধরনের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে কমান্ডেন্ট, ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফ বিজিবি’কে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক বক্তব্য প্রদান করেন।

বক্তাগণ তাদের বক্তব্যে এই স্মরণীয় দিনটিকে আরো গৌরবান্বিত করার লক্ষ্যে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান। পরিশেষে বিজিবি-বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত সকলেই অনেক আনন্দের সাথে মনোযোগ সহকারে অনুষ্ঠান উপভোগ করেন।

শেয়ার করুনঃ