
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রায়পুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম এর আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি চলছে।
আগামী ২২ ও ২৩ ডিসেম্বর রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমিতে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম।
১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী-ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় ৭ জানুয়ারি ২০২৪। সে অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল দায়ের ও নিষ্পত্তির তারিখ ও সময় শেষ হয়েছে ৬ থেকে ১৫ ডিসেম্বর। মনোনোয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ ডিসেম্বর।নির্বাচন প্রচারের জন্য প্রার্থীর সময় ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ০২ রায়পুর, আসনে প্রতীক পেয়ে ১২ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করবেন তাদের নাম ও মার্কা হচ্ছে, এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন – নৌকা, আবদুল্যা আল মাসুদ- পাট, চৌধুরী রুবিনা ইয়াসমিন – তরমুজ, জহির হোসেন- একতারা, বোরহান উদ্দিন – লাঙ্গল, আমির হোসেন- মশাল, ইমাম উদ্দিন সুমন- ছড়ি, ফরহাদ মিয়া- হাত ঘড়ি, মনসুর রহমান দাদন- ডাব, শরিফুল ইসলাম – মোমবাতি, মোরশেদ আলম- চেয়ার, সেলিনা ইসলাম তার হাইকোর্টের রায়ের কপি নির্বাচন অফিসে জমা না হওয়াতে তার প্রতীক এখনো নির্ধারণ করা হয়নি বলে জানা যায়।
২ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর। তালিকা অনুযায়ী, এবছর সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। হিজড়া ভোটারের সংখ্যা দেশে ৮৫২ জন । রায়পুর উপজেলা কর্মকর্তা ফয়সালা আলমের দেওয়া তথ্য অনুযায়ী ‘ রায়পুর অংশে মোট ভোট কেন্দ্র ৭৯ টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৪ শত ৯১ জন। ৭ জানুয়ারি ২০২৪ ভোট গ্রহণের জন্য রায়পুর অংশে মোট প্রশিক্ষণার্থী তার মধ্যে প্রিজাইডিং- ৮৬ জন, সহকারি প্রিজাইডিং ৬২১ জন।পেলিং-১২৪৩ জন, প্রশিক্ষ -২২ জন।
এসময় অতিথি বক্তা হিসেবে থাকবেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান। পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ( পিপিএম)। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন সহ আরও অনেকেই।
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, ” এবছর নির্বাচন হবে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে বা ভোট কেন্দ্রে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। ”