
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী তাদের প্রতিক বরাদ্দ পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যারা যে প্রতিক বরাদ্দ পেয়েছেন তা হলো আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন মঈন (কলার ছড়ি) জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবুল হাসনাত ( মিনার),ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রাজ্জাক হোসেন (আম), তৃণমূল বিএনপির মাইনুল হোসেন তুষার (সোনালী আঁশ)সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা( ঈগল) ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ ( ফুলের মালা) । সবচেয়ে মজার ব্যাপার হল ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে একরামুজ্জামান ও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মঈন ‘কলারছড়ি’ প্রতীক চেয়ে পেয়েছেন।এবারের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রভাবশালী দুই স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন মঈন ও জিয়াউল হক মৃধা দু’জনেই ‘কলারছড়ি’ প্রতীক চান। পরে সমঝোতায় মৃধা ‘কলারছড়ি’ মঈনকে ছেড়ে দেন। মঈন ২০১৮ সালে একই প্রতীকে নির্বাচন করেছিলেন। মৃধাও গত ৫ই নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে ‘কলারছড়ি’ প্রতীকে নির্বাচন করেন। পরে ঈগল প্রতীক বাছাই করেন মৃধা।
উল্লেখ্য যে,ব্রাহ্মনবাড়িয়া জেলার ৬টি আসন থেকে মোট ৩৪ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, নির্বাচনের প্রচার প্রচারণায় আচরণ বিধি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।