
জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর প্রচারনার প্রথম দিনে তানোর উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে প্রচার প্রচারনা ও গনসংযোগ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল, কোয়েল হাট ও ইলামদহি এলাকার পাড়া মহল্লাসহ মোড়ে মোড়ে গনসংযোগ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় তার সাথে ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারসহ স্থানীয় নেতা-কর্মি সমর্থকরা। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট দিয়ে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আবারো এমপি নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি উদার্থ আহবান জানান।