ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

পটুয়াখালী জেলার ৪ টি আসনের ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার ৪ টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকাল ১০ থেকে দুপুর ১২ টার মধ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ জেলার ৪ টি আসনের ২২ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। উক্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত নির্বাচনে ১০ টি দলের ১৯ জন প্রার্থী ও স্বতন্ত্র ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলসমূহের প্রার্থীদেরকে তাদের দলের নিজস্ব প্রতিক এবং স্বতন্ত্র প্রার্থীদের ঈগল এবং ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়।পটুয়াখালী -১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার( লাঙ্গল), তরিকত ফেডারেশনের মো. খলিলুর রহমানেক( ফুলের মালা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর কে এম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু( মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এ্যাডভোকেট মহিউদ্দিন মামুন (ছড়ি), ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপির মোঃ নজরুল ইসলাম (আম) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার( ডাব)দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।
পটুয়াখালী- ২ (বাউফল- কালাইয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ( নৌকা) বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর জোবায়ের হোসেন (টেলিভিশন), তৃণমূল বিএনপি’র মাহাবুবুল আলম( সোনালী আঁশ)ও জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার( লাঙ্গল) দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে ।
পটুয়াখালী- ৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা( নৌকা), জাতীয় পার্টির মোঃ নজরুল ইসলাম( লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ছাইফুর রহমান( আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম( একতারা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন) দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এনবং স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল আবুল হোসেন (ঈগল) প্রতিক পেয়েছেন।
পটুয়াখালী,- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান( নৌকা),জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার( লাঙ্গল) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল),বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব) দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল) ও আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রিয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক) প্রতিক পেয়েছেন।

শেয়ার করুনঃ