
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা রংধনু ক্লাবের কার্যকরী কমিটি ২০২৪ ইং গঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা সভার মধ্য দিয়ে ক্লাবের বিভিন্ন বিষয় উঠে আসে এবং কার্যকরী কমিটি গঠিত হয়।
গঠিত ১৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি আলী নেওয়াজ সোহেল, সহ-সভাপতি স্বপন দাশ, সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন সজিব, কোষাধ্যক্ষ তৌহিদুর জামান পারভেজ, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, অফিস সম্পাদক নিশান দাশ ,ক্রীড়া সম্পাদক শিমুল দেবনাথ ,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান তামিম, সম্মানিত সদস্য কিশোর চক্রবর্তী, মো. নুরুল আলম রনি ও বিধান দাশ।
রংধনু ক্লাবের কার্যকরী কমিটি ২০২৪ ইং ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উদয়ন ক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন। এই সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মাওলানা রবিউল হোসেন ভূইয়া,রতন চক্রবর্তী ও বিজয় চক্রবর্তী প্রমুখ।