ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

ধানমন্ডিতে পৃথক ঘটনায় পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি থানার মিরপুর রোড ও ৮ নম্বর সড়কে ছিনতাইয়ের চেষ্টার সময়ে পৃথক ঘটনায় হাতে নাতে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার এই দুই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের হাতে নাতে গ্রেফতার করা হয়। দুই ঘটনায় পৃথক মামলা করেছেন ভুক্তভোগীরা।

গ্রেফতারকৃতরা হলো- মো. আল আমিন, মো. রাকিব, মো. নাজমুল খান, মো. মাসুদ। তাদের সবার বয়স ১৮ বছর।

এছাড়া অপর এক ঘটনায় মো. রিপনকে (২১) গ্রেফতার করা হয়।

সোমবার ( ১৮ ডিসেম্বর) দুপুরে মামলা ও হাতে নাতে ছিনতাইকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধনমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল।

তিনি বলেন, সোমবার সন্ধ্যা ও দিনগত রাতে দুটি পৃথক ঘটনায় ছিনতাইয়ের চেষ্টাকালে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। দুই ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে মামলা করেছেন।

পরিদর্শক রাসেল আরও বলেন, গতকাল সোমবার মধ্যরাতে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা সময়ে হাতেনাতে চারজন ও মিরপুর রোডে এক রিকশা যাত্রীকে অস্ত্রের মুখে মোবাইল ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যরাতে চলন্ত সিএনজি ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ও সিএনজি চালক শাহজাহান শেখ বলেন, গতকাল মধ্যরাতে ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় যাত্রী নামিয়ে ৮ নম্বর সড়ক দিয়ে মিরপুর সড়কে বের হচ্ছিলাম। এই সময়ে চারজন আমাকে থামার সংকেত দেয়। গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন গাড়ির চাকায় ইট দিয়ে আটকে দেয়। বাকিরা দুদিক দিয়ে ঘিরে ধরে অস্ত্র দেখিয়ে গেট খুলতে বলে। তখন আমি কৌশলে পালিয়ে টহল পুলিশকে জানালে তারা দ্রুত চারজনকে গ্রেফতার করে।
অপর মামলার বাদী রনি জানান, নিউ মার্কেট থেকে স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে রিকশায় করে শেরে বাংলানগর এলাকায় বাসায় ফিরছিলেন। পথে ধানমন্ডির মিরপুর সড়কের শেখ রাসেল মাঠের সামনে আসার পরপর কয়েকজন যুবক অস্ত্রের মুখে পকেটের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই সময়ে চিৎকার দিলে স্থানীয়রা ও টহল পুলিশের সহযোগিতায় ছিনতাইকারী রিপনকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ও চাকু উদ্ধার করা হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ