
রোববার সকালে তাহেরপুর পৌর আ’লীগ কার্যালয়ে বাগমারায় কর্মরত সকল স্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান অতিথি এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন হয়ে তাঁর আশির্বাদ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
নির্বাচন সুষ্ঠ সুন্দর করতে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূুমকা রয়েছে। আশা করি জাতীর বিবেক সাংবাদিক ভাইয়েরা
নিরপেক্ষভাবে লেখীর মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদ তুলে ধরবেন। তিনি মতামত ব্যক্ত করে বলেন,কোন প্রার্থীর আচরণবিধি লক্সঘন বা কোন বিষয়ে সংবাদ প্রকাশ করতে হলে তার সঠিকতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করে নেওয়া দরকার। বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাম্পাদক রাশেদুল হক ফিরোজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমান, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান প্রমুখ।