
নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহীকে কঠোর ভাবে সতর্ক করেছেন রাজশাহী যুগ্ন জেলা ও দায়রা জজ আবু সাঈদ।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চিত্র নায়িকা মাহিয়া মাহী আদালতে উপস্থিত হয়ে ভুল স্বীকার করে লিখিত জবাব দেন। চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আচরণবিধি সম্পর্কে আমি জানতাম। তবুও একটু কনফিউশন থেকে গিয়েছিল সেখানে। আমার ভুল হয়েছে।
তিনি বলেন, আমি যদিও কারও কাছে ভোট চাইনি। আমি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছি। দোয়া চাইতে গিয়েছি। এটাও একটা আচারণ বিধির মধ্যে পড়ে। আমি এর জন্য আদালতকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি। তারা আমাকে কঠোর ভাবে সতর্ক করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার কামারগাঁ ইউপির গাংঘাটিতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পাশাপাশি গনসংযোগ করেন। শনিবার মুন্ডমালা পৌর এলাকার চুনিয়া পাড়া পাচন্দর থান তলা মোড়সহ বেশ কয়েকটি এলাকায় গনসংযোগ করেন।