
টাঙ্গাইলের ধনবাড়িতে বিজয় দিবস উপলক্ষে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের ধনবাড়িতে ইসলামিক ফাউণ্ডেশনে মহান বিজয় দিবস উপলক্ষে আজ গতকাল ১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ টায় উপজেলা হলরুমে কোরআন খতম,মিলাদ মাহফিল ও বিজয় দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন ধনবাড়ি উপজেলা এর সঞ্চলনায় ও মোঃ রেজাউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুনর রশিদ হীরা,চেয়ারম্যান ধনবাড়ি উপজেলা পরিষদ টাঙ্গাইল।
এতে ধনবাড়ি উপজেলার ইমাম,আলেম উলাম ও ইফাঃ সকল শিক্ষক,কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷অনুষ্ঠানটিতে দেশের শান্তি কল্যান কামনা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবার সহ সকল বিদায়ী,শহিদ আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।