
মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসে আলোচনা সভা রচনা প্রতিযোগিতা বার্ষিক সমাপনী পরীক্ষা উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মাঝে রেজাল্ট ফলাফল প্রকাশ। মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত কমিটির উপদেষ্টা মৌলানা আবুল কাশেম, মোনাজাত ও কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা আরম্ভ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের কমিটির সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ আল রওশন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য জনাব শেখ মুজিব রহমান, মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য জনাব খায়েজ আহমেদ (বাবুল),জনাব মোঃ কামাল উদ্দিন, জনাব মোঃ জাহের আলম রওশন ।মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফোরকান।
প্রধান অতিথি বক্তব্য বলেন অভিভাবদের কে বলছি আপনার ছেলে মেয়ে নিয়মিত স্কুলে আসে কিনা কোন খারাপ ছেলে মেয়েদের সাথে মেলামেশা করে কিনা না, আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে জেনে রাখা অবশ্যই কর্তব্য, কারণ একজন সুশিক্ষিত মা দিতে পারে, একজন সুশিক্ষিত জাতি। আপনার ছেলে মেয়ে হতে পারে বিশ্বের এক গৌরবময় সন্তান।
বিশেষ অতিথি সম্মানিত সদস্য জনাব শেখ মুজিব রহমান বক্তব্য বলেন, আমরা সবসময় পাঠদান করে আসছি ” শিক্ষা জাতির মেরুদণ্ড ” আপনাদের ছেলে মেয়েদের সার্টিফিকেট দ্বারি শিক্ষিত করলে হবে না,আপনার সন্তানদের সুশিক্ষায়, শিক্ষিত করুন,শিক্ষিত আর সুশিক্ষিত মধ্যে অনেক পার্থক্য আছে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনার সন্তানদের প্রয়োজনে যতটুকু সম্ভব স্মার্ট মোবাইল থেকে বিরত রাখুন।নিয়মিত ছাত্র ছাত্রীদের কে স্কুলে পাঠান।
এতে আরো উপস্থিত ছিলেন মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।