
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহী ২ দিন থেকে তানোরের বিভিন্ন এলাকায় গনসংযোগের করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের আগেই গত ২ দিন শুক্রবার সারা দিন ও শনিবার সারাদিন তানোর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন তিনি। চিত্র নায়িকা মাহিয়া মাহী তার নিজের ফেসবুক আইডিতে গণসংযোগের এসব ছবি নিজেই দিয়েছেন।
তার ফেসবুক আইডিতে দেকা যায়, শুক্রবার তানোর উপজেলার কামারগাঁ ইউপির গাংঘাটিতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি গণসংযোগ করেছেন। পরে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যায় তানোর থানা মোড়েও গনসংযোগ করেন।
শনিবার তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউপি ও মুন্ডমালা পৌর এলাকার বেশ কয়েকটি গ্রামে গনসংযোগ করেন।
এবিষয়ে চিত্র নায়িকা মাহিয়া মাহীর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আচরণ বিধি লংঘনের মধ্যে পড়ে না। শুক্রবার আমি কামারগায় হিন্দু সম্প্রদায়ের দাওয়াতে গিয়েছিলাম।
আর আজ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়া হয়েছিলো তাই গিয়েছিলাম এখানে আচরণ বিধি লংঘন হয়না আর আমি খোঁজ নিয়েই গিয়েছিলাম বলেও জানান তিনি।
রাজশাহী জেলা প্রশাসক জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার শামিম আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোথায় কোথায় গনসংযোগ করেছে রিখে পাঠান ব্যবস্থা নেয়া হবে।