
পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে সকল সরকারি ,আধা সরকারি , স্বায়ত্তশাসিত বেসরকারি ভবন এবং আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান সহ অন্যান্যরা।
পরে সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এছাড়া বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সন্মাননা অনুষ্ঠান, বিকেলে ক্রিকেট খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। এদিকে মহিপুর, কুয়াকাটায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।