
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা র্নিবাহী অফিসার,অনামিকা নজরুলকে উপজেলায় র্কমরত এনজিওদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১৪ ডিসেম্বর ইউএনও’র অফিস কক্ষে দুমকি এনজিও ফোরামের সাধারন সম্পাদক, পল্লী সেবা সংঘ পিএসএস’র র্নিবাহী পরিচালক হোসাইন আহমদ কবির, লূথর ্যান হেলথ কেয়ারের আবাসিক সিনিয়র মেডিকেল অফিসার ডা. অমিতাপ তরফদার সহ দুমকি উপজেলার বিভিন্ন এনজিও’র র্কমর্কতা র্কমচারীগন উপস্থিত ছিলেন। নতুন ইউএনও ভোলার লালমোহন উপজেলা থেকে বদলি হয়ে দুমকি উপজেলায় যোগদান করেছেন।