
পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের এজলাসে দুর্বত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার ভোরের এ ঘটনায় জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আদালত পাড়ায় অতিরিক্ত পুলিশ,বিজিপি,ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।
তদন্ত অব্যাহত আছে। আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী ভোর রাতে মোটরসাইকেলে করে আইনজীবী ভবনের পাশে আসা চোখ-মুখ ঢাকা এক আরোহীকে সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে জানাগেছে,
এজলাসের সামনের ভাঙ্গা গ্লাস দিয়ে দাহ্য পদার্থ দিয়ে অগ্নিসংযোগ করেন দুর্বত্তরা। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান,শান্তিপুর্ন পরিবেশ বা স্বাভাবিক কর্মকার্ড বাঁধাগ্রস্ত করতে নাশকতার পরিকল্পনা স্বরুপ দুর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে।