
নড়াইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল পাঁচটায় নড়াইল চৌরাস্তা জেলা জাতীয় পার্টির কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি আবু সাঈদ মেম্বারের সভাপতিত্বে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিকদার হাদিউজ্জামান হাদি। এছাড়া আরও বক্তব্য রাখেন, কৃষক পার্টির সভাপতি মিলন মল্লিক, জেলা যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, সদস্য সচিব সাহারিয়ার পারভেজ ইমন, শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জত হোসেন, তরুন পার্টির সাধারন সম্পদক ওহিদুজ্জামান সহ দলীয় নেতা-কর্মীরা।