
নওগাঁর মান্দায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার কালিগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র তুলে দেয়া হয়।
বড় দিন উপলক্ষে সেবাই ধর্মের উদ্যোগে এলাকায় দুস্থ আদিবাসী ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে শীতের কম্বল তুলে দেয়া হয়।
সেবাই ধর্ম একটি স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
হিতাকাঙ্ক্ষীদের অনুদানে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাসুদেব বিশ্বাস , নিচয় ফনি ও প্রদ্যুৎ ফনি। উপস্থিত বক্তারা সামর্থ্যবানদের সেবাই ধর্মের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
যারা পাশে থেকে সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানান । স্বেচ্ছাসেবক হিসাবে সার্বিক সহযোগিতা করেছে নবীন হোসেন, শয়ন চক্রবর্তী, সূর্য ও তন্ময়।
উদ্যোক্তারা আগামীতে আরও এ ধরনের ভালো কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে।