প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
মান্দায় বড়দিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ

নওগাঁর মান্দায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার কালিগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র তুলে দেয়া হয়।
বড় দিন উপলক্ষে সেবাই ধর্মের উদ্যোগে এলাকায় দুস্থ আদিবাসী ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে শীতের কম্বল তুলে দেয়া হয়।
সেবাই ধর্ম একটি স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
হিতাকাঙ্ক্ষীদের অনুদানে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাসুদেব বিশ্বাস , নিচয় ফনি ও প্রদ্যুৎ ফনি। উপস্থিত বক্তারা সামর্থ্যবানদের সেবাই ধর্মের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
যারা পাশে থেকে সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানান । স্বেচ্ছাসেবক হিসাবে সার্বিক সহযোগিতা করেছে নবীন হোসেন, শয়ন চক্রবর্তী, সূর্য ও তন্ময়।
উদ্যোক্তারা আগামীতে আরও এ ধরনের ভালো কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.