
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ( জাতিসংঘ শান্তি রক্ষা পদক প্রাপ্ত) মোঃ মোস্তাফিজার রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়ের বাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক।
শুরুতে ফুলবাড়ীর বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
আলোচনা শেষে ফুলবাড়ী থানা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান তিনি তার বক্তব্যে বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ফুলবাড়ী থানা পুলিশ সজাগ রয়েছে, যারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায় তাদের কঠোরভাবে দমন করা হবে।
পরে সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি জাফর আলী চৌধুরী বলেন ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে এই পরিস্থিতি ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে এ সময় তিনি হঠাৎ পিয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এছাড়াও সভায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি পক্ষে সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ ফুলবাড়ীতে যত্রতত্র পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রয়ের ব্যাপারে কর্তৃপক্ষের তদারকি বিষয়টি আলোচনায় নিয়ে আসলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন ।