
পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদেরকে সংবর্ধনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।৯ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশসান ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ’র সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের ডে- কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মো. নূর কুতুবুল আলম,জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, পটুয়াখালী মহিলা অধিদপ্তরের উপ- পরিচালক শিরিন সুলতানা। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগ,পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক শ. ম দেলোয়ার হোসেন দিলিপ, জয়িতা আয়শাতুন্নেছা, সাজেদা রহমান, নাসিমা আক্তার ও সেলিনা আক্তার।
সম্বর্ধিত জেলা পর্যায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাগন হলেন, সাজেদ রহমান( অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য), মোসাঃ সাহিদা আরবী আশা (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য), শাহানারা চৌধুরী( সফল জননী), আয়শাতুন্নেছা( নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য), মোসাঃ নাছিমা আক্তার( সমাজ উন্নয়নে অসামান্য অবদান)। উপজেলা পর্যায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাজেদা রহমান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সেলিনা আক্তার,সফলী জননী মোসাঃ ফাতেমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী মোসাঃ নাসিমা বেগম ও সমাজ উন্নয়নে অবদানকারী মোসাঃ নাছিমা আক্তার।