
শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর এর উদ্যোগে উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার মোনালিশা বেগম পিপিএম।
পুনাক সভা নেত্রী সাবরিনা সুলতানা শানু’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম’ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূইয়া, শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শান্ত রায়, শেরপুর যুব ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সোহাগ চন্দ্র দে, কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, হাজং কল্যাণ সমিতির সভাপতি নীল মাধব হাজং প্রমুখ।
উল্লেখ্য, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর কর্তৃক আয়োজিত ঝিনাইগাতী থানার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক জনসাধারণের মধ্যে এসব শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।