
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বাকি এখনো এক মাসের বেশি। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে। এরপর শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা।
কিন্তু নড়াইল-১ আসনে দেখা গেছে তার ভিন্ন চিত্র। প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পোস্টারিং ও প্রচারণা চালাচ্ছে এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মিল্টন মোল্যা। দেখা গেছে, ফেসবুকে Mohammed Milton Molla নামে তার নিজ আইডিতে গত কয়েকদিন ধরে পোস্ট ও গতকাল একই আইডির ডে অপশনে একটি সাদাকালো পোস্টার শেয়ার করেছেন৷ যার উপরের দিকে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরর ছবি এবং নিচের অংশে বড় করে জাতীয় পার্টি থেকে নড়াইল-১ আসনে মনোনীত প্রার্থী মো: মিল্টন মোল্যার ছবি। পোস্টারে লেখা রয়েছে, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ তে ৯৩ নড়াইল-১ আসন নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তারুণ্যের অহংকার নড়াইলবাসীর প্রিয় মুখ মো: মিল্টন মোল্যাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নড়াইল-১ নির্বাচনী এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।
এদিকে ফেসবুকে পোস্টার পোস্ট করার বিষয়টি অকপটে স্বীকার করে মো: মিল্টন মোল্যা বলেন, আমি তো নির্বাচনী এলাকায় পোস্টার লাগায় নি। লাঙ্গল প্রতীকের পোস্টার যে কোন সময় দেয়া যায়। সারা বছরই প্রাচরণা চালানো যায়৷ সেভাবেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন।
এ ব্যাপারে নড়াইল-১ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা বলেন, নির্বাচনী আচরণবিধি যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।