ঢাকা, বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে সাবেক এমপি-মন্ত্রী-ডিসি-এসপিসহ আ’লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ-চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা ইউনিয়ন কমিটি গঠন: সভাপতি নবী হোসেন সাঃ সম্পাদক সাফিত
মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ
ছোট পোশাক তারাই পরবে,যাদের মানায়:সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
নোয়াখালীতে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন,মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী লিটন গ্রেফতার
পুলিশের সাবেক ডিআইজি এ এইচ এম ফিরোজ কবীর মারা গেছেন
নোয়াখালী বিএনপির পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন, নেতাকর্মীদের উচ্ছ্বাস
রাজধানীতে উল্টো পথে গাড়ি চলাচল,দেড় শতাধিক মামলা
বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা
নালিতাবাড়ীতে পানের বরজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, চাষীর মাথায় হাত
আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১
বরের কিডনী নষ্ট শোনে গৃহবধুর বিদায়: ছেলেকে বাচাঁতে মায়ের আকুতি

মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ার জেরে বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ

মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. জাকারিয়া জাহেদ নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম (৭০) ওই বাড়ির শেখ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে ফজলুল করিমকে কিলঘুষি মেরে গলাটিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম বলেন, দুই দিন আগে জাকারিয়া আমার ভাইয়ের ৪-৫টি হাঁস নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাকে হাঁসের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের ওপর চড়াও হয়। কিলঘুষি ও গলাটিপে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত জাকারিয়া জাহেদের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ