মিরসরাইয়ে গৃহপালিত হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. জাকারিয়া জাহেদ নামের এক যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল করিম (৭০) ওই বাড়ির শেখ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে ফজলুল করিমকে কিলঘুষি মেরে গলাটিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম বলেন, দুই দিন আগে জাকারিয়া আমার ভাইয়ের ৪-৫টি হাঁস নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাকে হাঁসের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের ওপর চড়াও হয়। কিলঘুষি ও গলাটিপে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত জাকারিয়া জাহেদের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।