ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মহানবী হজরত মুহাম্মদ (স:)এর জীবনী
ভারতে পাচারের শিকার ৬ বাংলাদেশি নারীকে ৫ বছর পর দেশে ফেরত
বাগমারা ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জনের আহ্বান
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার
রূপগঞ্জে পূর্বাচল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ বছর পর পবিপ্রবিতে শিক্ষার্থীদের স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ “সংস্কৃতি চর্চায় খুলছে নতুন দিগন্ত”
বাড্ডা থানা যুবলীগের আহবায়ক গলাকাটা কাউসার গ্রেফতার
ডিজিটাল স্বাস্থ্যসেবা,কর্মমুখী প্রশিক্ষণ ও রেশন পরিবহন ব্যবস্থার প্রবর্তন করলো আনসার
বসুন্ধরায় নারীর মরদেহ উদ্ধারে গিয়ে দুই মণ গাঁজা পেল পুলিশ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 

ঝালকাঠির দু’টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৫ প্রাথী ৭ জনের মনোনয়নপত্র বাতিল

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠির দু’টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৫জন প্রার্থী এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আমু ও শাহজাহান ওমরসহ ৮ জনের মনোনয়ন বৈধ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

 

রবিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সভা কক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) এই দু’টি আসনে ১৫ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝালকাঠি-১ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৬ জন ও ঝালকাঠি-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

এদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে বজলুল হক হারুন ও ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাতীয় পার্টির এজাজুল হক, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মামুন সিকদার, কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমান, এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম, আবুল কাশেম ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতীক বজলুল হক হারুন, জাতীয় পার্টির এজাজুল হক এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম, আবুল কাশেম ফখরুল ইসলাম।

 

এছাড়া যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীক ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মামুন সিকদার, কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমান।

 

অপরদিকে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান, জাকের পার্টির প্রার্থী মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফোরকান হোসেন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দীন ইমরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ  করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস ছালেক উপস্থিত ছিলেন।

 

দু’টি আসনের নির্বাচন কর্মকর্তারা জানান, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীরা ঐ। দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুনঃ