ঢাকা, রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাবনার আটঘরিয়ায় নুরে মদিনা হজ্ব কাফেলার উদ্দোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া
ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত
শ্রীনগরের হাঁসাড়ায় কথা কাটাকাটির জের ধরে হামলা
পলাতক মালিকদের ধরতে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে:শ্রম উপদেষ্টা
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেফতার ৩
পুরান পল্টন ভবনের টপ ফ্লোরে আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঘোড়াঘাটে অগ্নিকান্ডে একটি গরুসহ ২লাখ টাকার মালামাল ভস্মীভূত
নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত-২
আলীকদম উপজেলা প্রশাসনের অভিযানে চার মাদকসেবী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শনিবার ভারত যান সন্তু লারমা
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার বিপু’ গ্রেফতার
নোয়াখালীতে বিএনপির ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ নেত্রীর জমি দখল

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকালে উপজেলার রেস্ট হাউজ থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা শ্রমিক দলের শত শত নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মুখরিত হয়ে ওঠে পুরো নাইক্ষ্যংছড়ি।

উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুষ্ঠু মজুরি কাঠামোর দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুনের সভাপতিত্বে এবং বাইশারী যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও দলটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ মেম্বারের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি।

এছাড়াও বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি উফাচা মার্মা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফয়েজ আহমেদ মেম্বার প্রমুখ।
র‍্যালিতে অংশগ্রহণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার শ্রমিক দল ও ইউনিয়ন শ্রমিক দলের কয়েক হাজার নেতাকর্মী।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
পাশাপাশি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি শ্রমিক কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবদান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রমিকবান্ধব ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

র‍্যালি ও সমাবেশ শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

শেয়ার করুনঃ