ঢাকা, রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
পাবনার আটঘরিয়ায় নুরে মদিনা হজ্ব কাফেলার উদ্দোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া
ফুলবাড়ীতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত
শ্রীনগরের হাঁসাড়ায় কথা কাটাকাটির জের ধরে হামলা
পলাতক মালিকদের ধরতে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে:শ্রম উপদেষ্টা
চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল আরও চারটি, গ্রেফতার ৩
পুরান পল্টন ভবনের টপ ফ্লোরে আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঘোড়াঘাটে অগ্নিকান্ডে একটি গরুসহ ২লাখ টাকার মালামাল ভস্মীভূত
নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত-২
আলীকদম উপজেলা প্রশাসনের অভিযানে চার মাদকসেবী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে শনিবার ভারত যান সন্তু লারমা
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার বিপু’ গ্রেফতার

পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যেগে গত ২ মে শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত বাছাইকৃত কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্টিত হয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি ছিলেন পরিপূর্ণ চরিত্রের ধারক এবং সর্বোচ্চ নৈতিকতার প্রতীক। তাঁর জীবনের প্রতিটি দিক ছিল মানবতার জন্য দৃষ্টান্তস্বরূপ। নবীজীর সততা, ধৈর্য, সহানুভূতি ও উদারতা আজকের সমাজে নৈতিক অবক্ষয়ের মধ্যেও আলোর পথ দেখায়। তাঁর অনুসরণেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, ইসলামের মূল বার্তা হচ্ছে শান্তি, মানবতা ও ন্যায়ের পথে আহ্বান করা। এই মহান আদর্শকে সমাজের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রতিটি মানুষকে কুরআনের আলোয় আলোকিত করতে হলে আমাদের নিয়মিত দাওয়াতী কাজ চালিয়ে যেতে হবে।

তিনি দলীয় নেতা কর্মীদের আদর্শিকভাবে সুসংগঠিত হয়ে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। তিনি ‘বাইয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা করেন। এছাড়া ‘চরিত্র গঠনের মৌলিক উপাদান’ বিষয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। ‘ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলী’ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন উপজেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা বৈঠকে বক্তাগণ কর্মীদের আদর্শিক প্রশিক্ষণ, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক দায়িত্ব পালনের বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং ইসলামী আন্দোলনের গতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুনঃ