
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সকল স্তরের তামাকপণ্যের মূল্য বৃদ্ধির ও কর সংস্কারের দাবি জানিয়ে টাঙ্গাইলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডরপ এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তামাক বিরোধী কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনটি পরিচালনা করেন ডরপ-এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন- টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক বোরহান তালুকদার ও সুশীল সমাজের প্রতিনিধি নুর আলম পলাশ।
বক্তারা বলেন, বর্তমানে বাজারে বিক্রিত সিগারেটের প্রায় ৯০% নিম্ন ও মধ্যম স্তরের, যা সহজলভ্য হওয়ায় যুব সমাজকে সহজেই আসক্ত করছে। বক্তারা আসন্ন বাজেটে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট স্তর একীভূত করে খুচরা মূল্য ৯০ টাকা এবং প্রিমিয়াম স্তরের খুচরা মূল্য ১৯০ টাকা নির্ধারণের দাবি জানান।
তারা আরও বলেন, এই কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা গেলে প্রায় ১৭ লাখ তরুণ ধূমপানে নিরুৎসাহিত হবে এবং দীর্ঘমেয়াদে প্রায় ৮ লাখ ৭০ হাজার তরুণ জনগোষ্ঠীর অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, আমরা এই মরণঘাতক পেশায় থাকতে চাই না। আমরা সরকারের কাছে বিকল্প কর্মসংস্থানের দাবি জানাচ্ছি।
ডিআই/এসকে