
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুর জেলা জজ কোর্টের পিপি ও বকশীগঞ্জ থানার ওসির কথপোকথন ফাঁসের পর সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা জজ কোর্টের পিপি ও বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা। শুক্রবার (২ মে) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনকে ২৬ এপ্রিল মারধর করা হয়।এ নিয়ে তুলনকে ডেকে নিয়ে অভিযোগ দিতে বলেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। ২৭ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করেন আশিকুর রহমান তুলন। কিন্তু থানায় মামলা নিতে গড়িমসি করায় ওসির সঙ্গে আমার কথোপকথন হয়। আমার সাথে ওসির যা কথা হয়েছে তা সঠিক ছিল। আমি থানার ওসির সাথে হোয়াটসএপে কথা বলেছি কিন্তু সেই কথা কিভাবে রেকর্ড হলো? এটা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। তাই আমার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি যেন মানুষ আমাকে ভুল না বুঝে। এর আগে বৃহস্পতিবার (১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুর জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এর মধ্যে একটি কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়। ওই রেকর্ডে পিপি ও ওসির মধ্যে বাদানুবাদ হয়। কথোপকথনের এক পর্যায়ে পিপি আনিছুজ্জামান গামা বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে মামলা না নিলে চাকরি থেকে রিজাইন দেওয়ার কথা বলেন। এ নিয়েই নেটিজেনরা সরব হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিষয়টি নিয়ে শুক্রবার নিজের অবস্থান পরিস্কার করতে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পৌর বিএনপির সভাপতি ও পিপি আনিছুজ্জামান গামা।