
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। অপরদিকে গতকাল বিকেলে সোতাশী গ্রাম থেকে মারামারি ও বাড়ি ভাঙচুরের ঘটনায় সাবেক মেম্বর মতি কাজী কে আটক করা হয়। শনিবার (৩ মে) দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের ঈদগাহ মাঠের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ দুইজনকে এবং সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—গাঁজাসহ আটক তেলজুড়ী গ্রামের মৃত কানছু মিয়ার ছেলে ওসমান মিয়া (৩৫) ও চতুল গ্রামের কালু শেখের ছেলে এনায়েত শেখ (২৮)। ইয়াবাসহ আটক ব্যক্তি হলেন বেড়াদী গ্রামের মানিক শেখের ছেলে শুকুর শেখ (৩৭)। মারামারি ও ভাঙচুরের মামলা সোতাশী গ্রামের মতি কাজীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর ২) দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শামীম দেওয়ান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চতুল গ্রাম হয়ে গাঁজার একটি বড় চালান প্রবেশ করবে। আগে থেকেই ওৎ পেতে থেকে আমরা তাদের আটক করি।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “তিন মাদক ব্যবসায়ীকে আটক ও মারামারি ও বাড়ি ভাঙচুরের ঘটনায় মতি কাজীকে গ্রেফতার করে তাদের চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”